ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচন নিরপেক্ষ করতে প্রস্তুত নির্বাচন কমিশন ॥ কবিতা খানম

প্রকাশিত: ১৫:০৫, ১৫ সেপ্টেম্বর ২০২১

ইউপি নির্বাচন নিরপেক্ষ করতে প্রস্তুত নির্বাচন কমিশন ॥ কবিতা খানম

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার ॥ নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে করা হবে। স্থানীয় পর্যায়ে এই নির্বাচনে কোন প্রকার যেন বিশৃংখলা না ঘটে সে ব্যাপারে আইন শৃংখলা বাহিনী সহ সকলকে সর্তক থাকতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন এলাকায় প্রার্থী ও সমর্থকদের মাঝে অনেক সমস্যা সৃষ্ঠি হতে পারে সে বিষয়ে স্থানীয় প্রশাসককে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে হবে। তিনি আরো বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোথাও কোন বিশৃংখলা সৃষ্ঠি হলে কঠোর ভাবে তা মোকাবেলা করা হবে। কোন দুস্কৃতিকারীদের ছাড় দেয়া হবে না। ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে প্রস্তুত নির্বাচন কমিশন। স্মার্ট জাতীয় পরিচয়পত্র দিয়ে ভোট দেওয়া ছাড়াও ব্যাংক একাউন্ট খোলা ও বিদেশগমনসহ ২২টি কাজের জন্য ব্যবহুত হবে। আজ বুধবার বেলা ১১টায় বগুড়ার আদমদীঘি উপজেলার ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্ধোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ উপলক্ষে এক আলোচনা সভা সান্তাহার এইচ,এ,পৌর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজন করা হয়। বগুড়া জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডি প্রকল্পের পরিচালক ব্রিগেঃ জেনারেল আবুল কাশেম মোঃ ফজলুল কাদের, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, বগুড়া অতিরিক্তি পুলিশ সুপার মোতাহার হোসেন, বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার মাহবুব আলম শাহ, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়, পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ প্রমুখ।
×