ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

হজের আলোচনা করতে সৌদি সফরে ধর্মমন্ত্রী

প্রকাশিত: ২২:৪২, ১৫ সেপ্টেম্বর ২০২১

হজের আলোচনা করতে সৌদি সফরে ধর্মমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ করোনার কারণে গত দুই বছর হজ কার্যক্রমে অংশ নিতে পারেননি বাংলাদেশীরা। নিবন্ধন করলেও কবেনাগাদ হজ করতে পারবেন তা নিয়ে চরম অনিশ্চয়তায় হজ গমনেচ্ছুরা। এর বাইরে নতুন করে যারা হজ করতে চান তারাও কবেনাগাদ সুযোগ পাবেন সে বিষয়ে রয়েছে অনিশ্চয়তা। কারণ আগে যারা নিবন্ধন করেছেন তাদের অগ্রাধিকার ভিত্তিতে আগামী বছরগুলোতে হজের সুযোগ দেয়া হবে বলে সৌদি আরবের বরাত দিয়ে ইতোমধ্যে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। এসব বিষয়ে সিদ্ধান্ত ও আগামী বছরের পবিত্র হজ কার্যক্রম ও নতুন করে কতজন বাংলাদেশী হজের সুযোগ পাবেন, কি কি শর্ত থাকবে আগামী দিনের হজ কার্যক্রমে, এ নিয়ে আলোচনা করতে ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খানের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল সৌদি আরব গেছেন। প্রতিনিধি দলটি সোমবার রাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। সৌদি সফরকালে তারা ১৪৪৩ হিজরী সালের ওমরাহ এবং সম্ভাব্য পবিত্র হজ কার্যক্রম বিষয়ে অবহিত হবেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এছাড়াও, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নেয়ার কথা আছে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রীর। ১৪ সেপ্টেম্বর প্রতিনিধি দলটি মক্কায় মোয়াসসা জুনুব এশিয়ার চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে হজ ও ওমরাহ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করবে। একইদিন প্রতিনিধি দল মক্কায় হাজীদের ভাড়া বাড়ি ও হোটেল পরিদর্শন করবে। তারা পবিত্র মিনা, আরাফাহ ও মুজদালিফা পরিদর্শন করবেন। তারা জেদ্দা, মক্কা ও মদিনায় বাংলাদেশ হজ অফিসগুলো পরিদর্শন করবেন। আগামী ১৯ সেপ্টেম্বর মদিনার ন্যাশনাল আদিল্লা অফিসের চেয়ারম্যানের সঙ্গে হজ ও ওমরাহ সংক্রান্ত বিষয়ে মতবিনিময়ের কথা আছে বাংলাদেশ প্রতিনিধি দলের। সফর শেষে তারা আগামী ২১ সেপ্টেম্বর দেশে ফিরবেন।
×