ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অতিরিক্ত করারোপ না করার আহবান চট্টগ্রাম চেম্বারের

প্রকাশিত: ২১:০৩, ১৫ সেপ্টেম্বর ২০২১

অতিরিক্ত করারোপ না করার আহবান চট্টগ্রাম চেম্বারের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিদ্যমান করদাতাদের ওপর অতিরিক্ত করারোপ না করে এর আওতা বৃদ্ধি করে প্রয়োজনে উপজেলা পর্যায়ে কর আদায়ের ব্যবস্থা করার আহবান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি। মঙ্গলবার কাস্টম এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট ও চট্টগ্রাম চেম্বারের যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় এ অভিমত রাখেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন কাস্টম এক্সসাইজ ও ভ্যাট কমিশনার মোঃ আকবর হোসেন। চট্টগ্রাম চেম্বার সভাপতি বলেন, অবকাঠামো উন্নয়নের কারণে বৃহত্তর চট্টগ্রামে আগামী দশ বছরে অকল্পনীয় উন্নয়ন সাধিত হবে। ব্যবসায়ী তথা জনগণের প্রদান করা রাজস্ব থেকে সরকার উন্নয়ন ব্যয় নির্বাহ করে থাকে। কর সংক্রান্ত আইন জানা থাকলে কর প্রদান সহজতর হয়। তিনি বিদ্যমান করদাতাদের ওপর চাপ না বাড়িয়ে কর আদায়ের পরিধি সম্প্রসারণ ও সহজীকরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, উন্নত বাংলাদেশ গড়তে উন্নত মানসিকতা প্রয়োজন।
×