ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত

প্রকাশিত: ১৬:০৬, ৫ আগস্ট ২০২১

টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার/সংবাদদাতা, টেকনাফ ॥ টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নুরু বাহীনির প্রধান শীর্ষ রোহিঙ্গা ডাকাত নুরু আলম নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টায় টেকনাফের হ্নীলা দমদমিয়া এলাকায় পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ ক্যাম্পে দায়িত্বরত লে. কমান্ডার মাহবুব জানান, র‌্যাব সদস্যরা অপহরণ ও ডাকাতির খবর পেয়ে দমদমিয়া এলাকায় অভিযানে যান। এ সময় ডাকাত দল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যারের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দল পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ নুরুকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
×