ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে করোনায় ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮০

প্রকাশিত: ১১:০৩, ১ আগস্ট ২০২১

নীলফামারীতে করোনায় ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮০

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীতে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নতুন করে চারজন চীনা নাগরিক সহ ৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আজ রবিবার সকালে নীলফামারী সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির জানান, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যাক্তি জেলা শহরের সওদাগড় পাড়া মহল্লার গ্রামের জসিম উদ্দিন (৫৫)। তিনি গত ২৭ জুলাই এন্টিজেন নমুনায় করোনা শনাক্ত হন। এরপর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি জুলাই মাসের ৩ তারিখ হতে ৩১ জুলাই রাত পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়। এ ছাড়া করোনার শুরু থেকে এই পর্যন্ত জেলায় ৬৭ জনের মৃত্যু হলো। এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের কন্ট্রোলরুম সুত্র মতে গত ২৪ ঘন্টায় ৩১১ নমুনা পরীক্ষায় চারজন চীনা নাগরিক সহ ৮০ জনের করোনা আক্রান্ত হয়েছে। এরমধ্যে জেলা সদরে ৪১, সৈয়দপুর উপজেলায় ২৪ জন, ডোমার উপজেলায় ১২ জন, ডিমলা উপজেলায় ২ জন ও জলঢাকা উপজেলায় ১ জন। সংক্রমনে জেলার গড় হার ২৫.৭২ শতাংশ। অপর দিকে গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৪০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৬২০ জন। এরমধ্যে জেলা সদরের জেনারেল হাসপাতালে ২৭ জন, নিজবাড়িতে ১৭৬, সৈয়দপুর হাসপাতালে ১৪ জন, নিজবাড়িতে ২১৮, ডোমার উপজেলায় নিজবাড়িতে ৪০, ডিমলা উপজেলার নিজবাড়িতে ৯, জলঢাকা উপজেলায় নিজবাড়িতে ৬৫ জন, কিশোরীগঞ্জ উপজেলার নিজবাড়িতে ৪১ জন ও রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে ২৮ জন।
×