ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়ার ৩ হাসপাতালে করোনায় ২০ জনের মৃত্যু

প্রকাশিত: ১৩:৪৫, ৩০ জুলাই ২০২১

বগুড়ার ৩ হাসপাতালে করোনায় ২০ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার ৩ হাসপাতালে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ২০ জন মারা গেছেন। এদের মধ্যে আক্রান্ত হয়ে ১২ জন এবং উপসর্গে মারা যান ৮ জন। একই সময় জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৯ জন। শনাক্তের হার গত দু’ দিনের তুলনায় বেড়েছে। বগুড়া স্বাস্থ্য বিভাগ করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছন। গত ২৪ ঘন্টায় জেলার ৩ হাসপাতালের মধ্যে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১০ জন এবং উপসর্গে নিয়ে ৪ জন মারা যান। করোনা ডেডিকেটেড বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে উপসর্গে ৩ জন এবং বেসরকারী টিএমএসএস হাসপাতালে আক্রান্ত ২ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা যান। জেলা স্বাস্থ্য বিভাগ আরো জানিয়ছে ,আক্রান্ত হয়ে মারা যাওয়া ১২ জনের মধ্যে ৯ জনের বাড়ি বগুড়ায়। অন্য ৩ জন সিরাজগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাটের। অপর দিকে গত ২৪ ঘন্টায় ৪৯৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১৩৯ জন। এছাড়া জেলার হাসপাতাল গুলোতে শুক্রবার সকাল পর্যন্ত মোট করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন ৫৪৮ জন।
×