ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনা টিকা নিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করছে ॥ মির্জা ফখরুল

প্রকাশিত: ০০:৪২, ২৯ জুলাই ২০২১

করোনা টিকা নিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করছে ॥ মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ করোনা টিকা নিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দল এই স্মরণসভার আয়োজন করে। সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, যেখানে এখনও দেশে পর্যাপ্ত টিকা আসেনি সেখানে কী করে ইউনিয়ন পর্যায়ে টিকা দেয়ার কথা বলা হচ্ছে। আসলে টিকা দেয়ার জন্য নয়, মানুষকে ধোঁকা দেয়ার জন্য এ কথা বলা হচ্ছে। তিনি বলেন, জণগণকে টিকা দেয়াসহ করোনা মোকাবেলায় সার্বিকভাবে এই সরকার ব্যর্থ হয়েছে। মির্জা আরও বলেন, আমরা বারবার বলা সত্ত্বেও সরকার লকডাউনের আগে দিন আনে দিন খায় পর্যায়ের দরিদ্র মানুষের জন্য সহযোগিতা ব্যবস্থা করেনি। এ কারণে দেশের অনেক মানুষ চরম কষ্টে আছে। এই অপরিকল্পিত লকডাউনের মাধ্যমে দেশের মানুষকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দেয়া হয়েছে। এছাড়াও তিনি বলেন, ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজে একজন সন্ত্রাসীকে অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে। এ কারণে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি নিয়ে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে।
×