ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কলাবাগান থানা ছাত্রলীগ নেতার আত্মহত্যা

প্রকাশিত: ০০:৫৬, ২৩ জুন ২০২১

কলাবাগান থানা ছাত্রলীগ নেতার আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শুক্রাবাদ এলাকার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে কলাবাগান থানা ছাত্রলীগ কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রুবেল (৩৫) আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। বরিশালের হিজলা থানার মৃত আবদুল মালেকের ছেলে রুবেল। তিনি শেরেবাংলা নগরের শুক্রাবাদ ৬২/১ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন। রুবেলের ছোট ভাই ওসমান গনি বলেন- আমার ভাই ১৭ নম্বর ওয়ার্ড কলাবাগানের ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ছিলেন। সিটি কর্পোরেশনের ময়লার টেন্ডার পেয়ে সেই কাজ করতেন তিনি। টেন্ডারটি জোরপূর্বক ১৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সেক্রেটারি শিশির দুয়ারী নিয়ে নেন এবং আমার ভাইকে টেন্ডার ছেড়ে দিতে বলেন। এ নিয়ে তাকে বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে আসছিলেন তারা। তিনি প্রায় ১০ মাস ধরে ময়লার টেন্ডারের কাজ করে আসছিলেন। আর কয়েক মাস করার পর টেন্ডার ছেড়ে দেবেন বলে শিশিরদের জানিয়েছিলেন তিনি। আমার ভাই ঋণগ্রস্ত ছিলেন। এসব নিয়ে মানসিকভাবে আরও ভেঙ্গে পড়েন তিনি। সব সময় বলতেন, এখন আমি কী করব, কীভাবে টাকা উপার্জন করব, ঋণ শোধ দেব কীভাবে? এ নিয়ে দুশ্চিন্তা থেকে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ট্রেনের ধাক্কায় একজন নিহত ॥ রাজধানীর কাওরান বাজারে রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি আহত হন। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির বয়স প্রায় ৪০ বছর। সোমবার দিবাগত রাত বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান। হ্যাকার গ্রেফতার ॥ ফিশিং লিংকের মাধ্যমে ফেসবুক হ্যাক করে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি সাইবার এ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তবে গ্রেফতার ব্যক্তির নাম-পরিচয় জানায়নি পুলিশ। অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন- সোমবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে ফিশিং লিংকের মাধ্যমে ফেসবুক হ্যাক করে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের দায়ে গ্রেফতার ১ ॥ রাজধানীর হাজারীবাগে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ জুবায়ের হোসেন (২২) নামে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির মা মিনারা বেগম বলেন, আমার মেয়ে জামিয়া মারিফুল কোরানিয়া মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়ে। সোমবার রাতে সে মাদ্রাসায় পড়তে যায়। তখন মাদ্রাসার হুজুর মোঃ জুবায়ের হোসেন তাকে ধর্ষণ করে। আমার মেয়ে বাসায় এসে প্রথমে কিছু বলেনি। রাত ১১টায় অসুস্থ হয়ে পড়লে তখন আমাকে সব কিছু বলে। তখন আমার স্বামী হাজারীবাগ থানায় বিষয়টি জানালে পুলিশ জুবায়েরকে মাদ্রাসা থেকে আটক করে। যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় নিহত ১ ॥ রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ট্রাকচাপায় আহত আইরিন আক্তার (২৮) নামে এক পোশাকশ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ভাই আরিফুর রহমান জানান, গত ১৮ জুন ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
×