ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নওগাঁয় শিক্ষাবৃত্তি দিল সোনালী ব্যাংক

প্রকাশিত: ১৬:২৮, ২০ জুন ২০২১

নওগাঁয় শিক্ষাবৃত্তি দিল সোনালী ব্যাংক

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ দেশের দু:স্থ্য ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে প্রতিবছরই শিক্ষাবৃত্তি দিয়ে আসছে সোনালী ব্যাংক লিমিটেড। তারই ধারাবাহিকতায় নওগাঁয় দু:স্থ্য ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে সোনালী ব্যাংক লিমিটেড নওগাঁর প্রিন্সিপাল অফিস। রবিবার অফিস প্রাঙ্গনে শিক্ষাবৃত্তি-২০১৯ সিএসআর এর আওতায় জেলার ১৬জন শিক্ষার্থীদের মাঝে প্রত্যককে শিক্ষাবৃত্তি হিসেবে ১০হাজার টাকার পেমেন্ট-অর্ডার প্রদান করা হয়। সোনালী ব্যাংক লিমিটড প্রিন্সিপাল অফিস নওগাঁ এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো: আহসান রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস নওগাঁর ডেপুটি জেনারেল ম্যানেজার মো: আশরাফুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিসের এসপিও পরিতোষ চন্দ্র বসাক, একরামুল হক, প্রিন্সিপাল অফিসার শরিফুল ইসলাম প্রমুখ।
×