ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশের ৮ বিভাগে আজ বৃষ্টি হতে পারে

প্রকাশিত: ১৪:৪৭, ২০ জুন ২০২১

দেশের ৮ বিভাগে আজ বৃষ্টি হতে পারে

অনলাইন ডেস্ক ॥ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। আজ রবিবার (২০ জুন) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে, শনিবার সকাল ৬টা থেকে আর রবিবার সকাল ৬টা পর্যন্ত সময়ে নীলফামারীর ডিমলা ছাড়া সারাদেশেই বৃষ্টিপাত হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গোপালগঞ্জে ১১১ মিলিমিটার। এছাড়াও টাঙ্গাইলে ৫৩, মাদারীপুরে ৮৩, নেত্রকোনায় ৭৩, চট্টগ্রামে ৭৪, রাঙ্গামাটিতে ৬২, মোংলায় ৭৬, খেপুপাড়ায় ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৩১ মিলিমিটার। আজকের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৩ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
×