ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ০১:১২, ২০ জুন ২০২১

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা

জনকণ্ঠ ডেস্ক ॥ রাজধানীর রামপুরা বাগিচারটেক এলাকার একটি বাসায় হামিদা বেগম (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত নয়টার দিকে বাগিচারটেক ১৪২১ নম্বর একটি বাড়ির তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। খবর বাংলানিউজের। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া তার স্বামী মেহেদী হাসান জানান, রাত ৯টার দিকে বাসায় রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় হামিদা। পরে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে সে এই ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে কিছু জানেন না বলে জানান তিনি। হামিদা-মেহেদী দম্পতির একটি মেয়ে রয়েছে। ফুটপাথ থেকে মরদেহ উদ্ধার ॥ রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৬০ বছর। খবর বাংলানিউজের। শনিবার রাত আটটার দিকে পল্টন থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। এ বিষয়ে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, খবর পেয়ে রাতে স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন ফুটপাথ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা কেউ তার নাম পরিচয় জানাতে পারেনি। তবে আশপাশের লোকজনের মাধ্যমে জানা গেছে, অজ্ঞাতনামা ওই ব্যক্তি গুলিস্তান এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। থাকতেনও ফুটপাথেই। পুলিশের এই কর্মকর্তা জানান, শনিবার সন্ধ্যায় অসুস্থ অবস্থায় ফুটপাথে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
×