ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এখনও বিচার হয়নি!

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ২০ বছর পূর্তি আজ

প্রকাশিত: ০১:১৩, ১৬ জুন ২০২১

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ২০ বছর পূর্তি আজ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীর চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসের বোমা হামলার ২০ বছর পূর্তি হলো আজ। ২০০১ সালের এই দিনে নগরীর চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে নৃশংস বোমা হামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও মহিলালীগসহ ২০ নেতাকর্মী নৃশংসভাবে নিহত হন। আহত হন সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ শতাধিক নেতাকর্মী। ঘটনার ২০ বছর পেরিয়ে গেলেও এখনও এ হত্যাকা-ের বিচার হয়নি। প্রাণে বেঁচে যাওয়া আহতরা পঙ্গুত্বের অভিশাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দিন কাটাচ্ছে চরম অর্থ সঙ্কটে। বোমা হামলার ঘটনার পরদিনই শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের আসামি করে হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০০৩ সালে বিস্ফোরক মামলায় ২৭ জনকে ও ২০১৪ সলে হত্যা মামলায় তদন্তকারী সংস্থা ২২ জনকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগ পত্র দখিল করেন।
×