ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফকিরহাটে ১৫নারীকে সেলাই মেশিন ও ১১ছাত্রীকে সাইকেল প্রদান

প্রকাশিত: ২১:২১, ১৪ জুন ২০২১

ফকিরহাটে ১৫নারীকে সেলাই মেশিন ও ১১ছাত্রীকে সাইকেল প্রদান

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের ফকিরহাটে এলজিএসপি-৩ (২০২০-২০২১ অর্থ বছর) প্রকল্পের আওতায় কন্যাবর্তিকা কর্মসূচির উপকারভোগী ১১জন ছাত্রীর মাঝে ১১টি বাইসাইকেল ও দু:স্থ নারীদের কর্মসংস্থানের জন্য ১৫জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদের আয়োজনে সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সেলাই মেশিন ও বাই সাইকেল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার এর সভাপতিত্বে এসময় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, ইউপি সচিব ফাতেমা তুজ জোহরা, বীর মুক্তিযোদ্ধা আবু বকর শেখ, গোলাম ছরোয়ার, ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম সহ বিভিন্ন ইউপি সদস্য ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
×