ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তৃণমূলে ফিরলেন মুকুল রায়

প্রকাশিত: ২১:৫৭, ১২ জুন ২০২১

তৃণমূলে ফিরলেন মুকুল রায়

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের পশ্চিমবঙ্গ বিজেপিতে ফাঁটল ধরেছে। দলটির সর্ব ভারতীয় সহ-সভাপতি মুকুল রায় শুক্রবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডান হাত হিসেবে পরিচিত মুকুল রায় এক সময় তৃণমূলেই ছিলেন। গত লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। খবর আনন্দবাজার অনলাইনের। শুক্রবার মমতার উপস্থিতিতেই তৃণমূলে যোগ এ নেতা। গত রাজ্যসভা নির্বাচনের আগেই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়ায়। সম্প্রতি সে জল্পনা কয়েকগুণ বৃদ্ধি পায়। অবশেষে সেই জল্পনার অবসান। পদ্ম পতাকা ছেড়ে ফের জোড়াফুলের পতাকা ধরলেন মুকুল। শুক্রবার ছেলে শুভ্রাংশুসহ ঘনিষ্ঠদের নিয়ে মমতার সঙ্গে বৈঠক করেন মুকুল রায়। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির সঙ্গে ভোটের পর থেকেই দূরত্ব বাড়ছিল রাজ্য নেতৃত্বের। দলের বৈঠকে যাচ্ছিলেন না। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ভোটে দাঁড়ালেও তা নিয়ে অসন্তুষ্ট ছিলেন এই বিজেপি নেতা। মুকুল রায়ের বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরা বিজেপির জন্য বিরাট ধাক্কা হবে বলে মনে করা হচ্ছে।
×