ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

করোনা ও ডায়াবেটিস রোগী

প্রকাশিত: ২১:৫৭, ১২ জুন ২০২১

করোনা ও ডায়াবেটিস রোগী

* করোনা কি ডায়াবেটিকদের বেশি হবে? বেশি হবে সে কথা নয়, তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে করোনার ফল খারাপ। * সঙ্গে হার্টের রোগ থাকলে আরও ভয়াবহ হতে পারে। * ডায়াবেটিসে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। * তবে ডায়াবেটিস কন্ট্রোলে থাকলে করোনা ততটা ক্ষতি করতে পারে না। * ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে করোনা অভ্যন্তরীণভাবে ইনফেকশন করে বেশি। * ব্লাড সুগার যদি বাড়তি থাকে সে ক্ষেত্রে করোনা অনেক ক্ষতি করতে পারে। * করতে পারে ডায়াবেটিক কিটোএসিডোসিস, যাতে রোগী শকে যায় এবং সেপটিসেমিয়া দেখা যায়। যদি কোন সময়ে ২ বার সুগার ২৪০ মিলি গ্রামের ওপরে উঠে যায়, তবে অবশ্যই কিটোন বডি পরীক্ষা করতে হবে। * তবে করোনা রোগ নতুনভাবে ডায়াবেটিস তৈরি করে না। * হাত ধোয়ার অভ্যাস রাখুন রীতিমতো। মুখে মাস্ক ব্যবহার করুন বাইরে গেলে। * ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখুন। * ইনসুলিন নেয়া অব্যাহত রাখুন। * অনিয়ন্ত্রণে গেলে ডাক্তারের শরণাপন্ন হোন। ডাঃ এটিএম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×