ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দগ্ধ গৃহকর্মীকে লুকিয়ে চিকিৎসা দিতে গিয়ে ধরা খেলেন গৃহকর্ত্রীর মেয়ে

প্রকাশিত: ২১:০৫, ১১ জুন ২০২১

দগ্ধ গৃহকর্মীকে লুকিয়ে চিকিৎসা দিতে গিয়ে ধরা খেলেন গৃহকর্ত্রীর মেয়ে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরায় নিয়াসা (১৮) নামে দগ্ধ এক গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ওই গৃহকর্মীকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ সময় বাড়ির গৃহকর্ত্রী মেয়েকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঘটনাটি কয়েক দিন আগের হলেও বাসায় দগ্ধ গৃহকর্মীকে লুকিয়ে চিকিৎসা দিতে গিয়ে এক চিকিৎসক পরে ট্রিপল ৯৯৯ এ খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) কাঞ্চন রায়হান জানান, বিকেলে উত্তরা সেক্টর ৯, বাড়ি নম্বর ৭-সি-২০ এ নম্বর ভবনের দোতলা থেকে দগ্ধ ওই গৃহকর্মীকে উদ্ধার করা হয়। এ সময় গৃহকর্ত্রীকে আটক করা হয়। পরে দগ্ধ গৃহকর্মীকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হয়। এরপর তাকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রাখা হয়েছে। এসআই কাঞ্চন রায়হান জানান, গৃহকর্মীর গলায় ও ঘাড়ে দগ্ধের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি গৃহকর্ত্রীর মেয়ে যেকোনো কারণে ওই গৃহকর্মীর গায়ে গরম ভাতের মাড় ঢেলে দিয়েছেন। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আখতারুজ্জামান ইলিয়াস জানান, এ ঘটনার বিস্তারিত তদন্তের পরই জানা যাবে। গৃহকর্ত্রীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এদিকে দগ্ধ গৃহকর্মী নিয়াসা জানান, গত এক বছর ধরে তিনি ওই বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিলেন। গত ৯ জুন দুপুর ১টার দিকে গৃহকর্ত্রীর মেয়ে সুরভী তার গায়ে গরম ভাতের মাড় ঢেলে দেন। নিয়াসা বলেন, সুরভী বাসার নিচে গিয়ে তার জন্য গুড়ো সাবান আনতে বলেন। এ সময় তিনি বলেন আমি তো কখনও নিচে যায়নি। এ কথা শোনার সঙ্গে সঙ্গে সুরভী তার গায়ে গরম ভাতের মাড় ঢেলে দেন বলে অভিযোগ করেন তিনি।
×