ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬২ জন গ্রেফতার

প্রকাশিত: ০০:৪৩, ১১ জুন ২০২১

রাজধানীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা। গত ২৪ ঘণ্টায় মাদক বিক্রির অভিযোগে ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। সংশ্লিষ্টরা জানান, পুরান ঢাকার বংশালে ইয়াবাসহ মোছাঃ তানিয়া আক্তার লিনা (২৫) নামে এক ‘মাদক সম্রাজ্ঞীকে’ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা লালবাগ বিভাগ। এ সময় তার হেফাজত হতে ৬,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পুলিশ জানায়, বুধবার রাতে বংশাল থানার নর্থ সাউথ রোড এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেফতারকৃত তানিয়া ডিবি পুলিশকে জানান, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মাদককারবারিদের কাছে বিক্রি করতেন। এ ব্যাপারে গ্রেফতারকৃতের বিরুদ্ধে বংশাল থানায় মামলা করা হয়েছে। পেটের ভেতরে ইয়াবা পাচারকালে এক মাদককারবারি গ্রেফতার ॥ পেটের ভেতরে করে ইয়াবা ট্যাবলেট পাচারের সময় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে মোঃ শহিদুল ইসলাম (৩৬) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাব। তার পেটের ভেতর থেকে ১২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বুধবার গভীর রাতে শহিদুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ৩৪ কেজি গাঁজাসহ ৫ মাদককারবারি গ্রেফতার ॥ রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে বুধবার রাতে গাঁজাসহ ৪ মাদককারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ মামুন মিয়া (২৪), মোঃ শফিকুল ইসলাম (৩৫), মোঃ আঃ করিম (২৪) ও ময়নুল ইসলাম (২৪)। এ সময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়। মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৫ জনকে গ্রেফতার ॥ রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত থানা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক টিম রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
×