ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নসিমন, করিমন ইজিবাইক রেজিস্ট্রেশনের আওতায় আনার সুপারিশ

প্রকাশিত: ২৩:২৪, ১১ জুন ২০২১

নসিমন, করিমন ইজিবাইক রেজিস্ট্রেশনের আওতায় আনার সুপারিশ

সংসদ রিপোর্টার ॥ সড়ক ও মহাসড়কের গতিরোধক বা স্পিড ব্রেকার অপসারণ এবং রাজস্ব আদায়ের লক্ষ্যে নীতিমালা তৈরি করে নসিমন, করিমন এবং ইজিবাইক রেজিস্ট্রেশনের আওতায় আনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন প্রকল্পে কতজন বিদেশী কাজ করছেন, তাও জানতে চেয়েছে কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়কে এ বিষয়ে কমিটির কাছে তথ্য উপস্থাপনের জন্য বলা হয়েছে। কমিটির সভাপতি মোঃ একাব্বর হোসেনের সভাপতিত্বে কমিটির সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি যুক্ত ছিলেন। আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য এনামুল হক, হাসিবুর রহমান স্বপন, মোঃ আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, মোঃ ছলিম উদ্দীন তরফদার, শেখ সালাহউদ্দিন, সৈয়দ আবু হোসেন ও রাবেয়া আলীম। কমিটির সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কোন্ কোন্ প্রকল্পে কয়টি বিদেশী প্রতিষ্ঠান কাজ করছে এবং সেখানে কতজন বিদেশী কর্মরত রয়েছে, কমিটির আগামী বৈঠকে এর তালিকা উপস্থাপন করতে মন্ত্রণালয়কে বলা হয়েছে।
×