ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় পৃথক ঘটনায় দগ্ধ নারীসহ ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ২১:২৪, ১১ জুন ২০২১

আশুলিয়ায় পৃথক ঘটনায় দগ্ধ নারীসহ ৩ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১০ জুন ॥ আশুলিয়ায় পৃথক ঘটনায় দগ্ধ নারীসহ আহত তিনজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিইপিজেড দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম। নিহতরা হলেন রংপুর জেলার কাউনিয়া থানার সতদা গ্রামের রাশেদুল ইসলাম, কুড়িগ্রাম জেলার উলিপুর থানার হাসান আলী ও আফরোজা বেগম। তারা তিনজনই পোশাক কারখানার শ্রমিক ছিলেন। গত ২ জুন ভোর পাঁচটার দিকে আশুলিয়া থানাধীন পল্লীবিদ্যুত এলাকায় হুমায়ন কবিরের বাড়িতে টয়লেটে জমে থাকা গ্যাসে আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের শিশুসহ তিনজন, পাশের কক্ষের আরেক দম্পতি ও এক নারীসহ ছয়জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। এদের মধ্যে বুধবার রাত ১১টার দিকে আফরোজা বেগম নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদিকে গত ৩ জুন সন্ধ্যায় আশুলিয়ার কুটিরিয়ায় এলাকায় এসডিএস ইয়ার্ন ডায়িং নামে একটি পোশাক কারখানার বয়লারের পানিতে হাসান আলী, রাশেদুল, আনোয়ার ও ওয়াসিম নামে চার শ্রমিক দগ্ধ হন। সেদিন রাতে তাদের সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে হাসান ও বুধবার রাতে রাশেদুল মারা যান।
×