ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ক্যাটাগরি অনুযায়ী বেতন কাঠামো চালু হচ্ছে জাতীয় ফুটবল দলে

প্রকাশিত: ২০:১০, ১০ জুন ২০২১

ক্যাটাগরি অনুযায়ী বেতন কাঠামো চালু হচ্ছে জাতীয় ফুটবল দলে

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা ও চোটের কারণে কাতারে যেতে না পাঁচ ফুটবলারকে (শেখ রাসেল ক্রীড়াচক্রের আশরাফুল ইসলাম রানা, বসুন্ধরা কিংসের বিশ্বনাথ ঘোষ, মাহবুবুর রহমান সুফিল, আবাহনীর টুটুল হোসেন বাদশা ও সাদ উদ্দিন) বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডেকেছিলেন বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। তাদের সঙ্গে আলোচনা ও লাঞ্চ করেন তিনি। আগামীর জন্য গাইডলাইন নিয়ে এই খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন তিনি। আগামী মৌসুমে জাতীয় দলের কার্যক্রম-পরিকল্পনা নিয়ে একটা ধারণা দিয়েছেন বাফুফে সভাপতি। তিনি বলেছেন জাতীয় দলে একটা পুল করবেন তিনি, ৩০ জনের। এই ৩০ জনকে তিনি বেতনের আওতায় নিয়ে আসবেন। এই পুলের খেলোয়াড়দের বেতন পদ্ধতিটা হবে গ্রেডিং অনুযায়ী। এ, বি, সি ... তিনটি গ্রেড থাকবে। এ গ্রেড যারা থাকবে, তাদের পারফরম্যান্সের অবনতি হলে তারা তখন বি গ্রেডে নেমে যাবেন। তেমনি বি থেকে নেমে যাবেন সি-তে। প্রথম ক্যাটাগরিতে থাকবেন ২ গোলরক্ষকসহ ১৫, দ্বিতীয় ক্যাটাগরিতে ১০ এবং তৃতীয় ক্যাটাগরিতে ৫ জন। বেতনের আওতায় আসা খেলোয়াড়দের মূল্যায়নের ব্যবস্থাও থাকবে, জানান বাফুফে সভাপতি। তিনি বলেন, আমাদের টেকনিক্যাল কমিটি থাকবে। তাদের সুপারিশের ভিত্তিতে খেলোয়াড়দের ক্যাটাগরি পরিবর্তন হবে। ভালো করলে বেশি বেতন পাবেন, খারাপ করলে বাদ পড়বেন। কার্ড ও শৃংখলাজনিত কারণে কার কী শাস্তি হবে, সেটাও বিবেচনা করা হবে গ্রেড পরিবর্তনের ক্ষেত্রে।
×