ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গার ত্রাণের চাল ও তেলভর্তি ট্রাকসহ আটক-৩

প্রকাশিত: ১৫:২৩, ১০ জুন ২০২১

রোহিঙ্গার ত্রাণের চাল ও তেলভর্তি ট্রাকসহ আটক-৩

স্টাফ রিপোর্টার, কক্সবাজার/ সংবাদদাতা, উখিয়া ॥ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে রেশনের ২০ বস্তা চাল ও ১৮’শ লিটার ভোজ্য তেল ট্রাকে করে অন্যত্র সরবরাহকালে তিনজনকে আটক করেছে আর্মড ব্যাটালিয়ন পুলিশ। বুধবার রাতে রাজাপালং লাম্বাশিয়া বাজারের চৌরাস্তার মোড় এলাকা হতে এসব চালসহ তাদের আটক করা হয়। আটক ব্যক্তি রানা বড়ুয়া, রোহিঙ্গা মো: খোরশেদ আলম ও মো: আব্দুল শুকুর আলী। ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক নিপু জানান, দীর্ঘদিন ধরে ক্যাম্প ভিত্তিক স্থানীয় একটি চক্র রোহিঙ্গাদের প্রদত্ত রেশনের চাউল গুলো কমদামে কিনে বাইরে বিক্রি করে আসছে। তার সূত্র ধরে ক্যাম্পে দায়িত্বরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে ট্রাক ভর্তি করে চাল ও তেল গুলো ক্যাম্পের বাইরে নেয়ার সময় দায়িত্বরত পুলিশ ২০ বস্তা রেশনের চাল ও ১৮’শ লিটার ভোজ্য তেলসহ ট্রাকটি জব্দ করে। এসময় কয়েকজন পালিয়ে গেলেও তিন জনকে আটক করা হয়।
×