ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইমতিয়াজ সুলতান ইমরান

বেসামাল গরমে

প্রকাশিত: ২২:৩০, ৫ জুন ২০২১

বেসামাল গরমে

অযথাই খোঁজাখুঁজি শুধু ভুল বোঝাবুঝি একে ওকে দোষারোপ! বাবা খুঁজে চশমা। বলে, ছবি আঁকলাম টেবিলেই রাখলাম সবকিছু ভুলে যাই? একী তুই কস মা? পেপারটা পড়লাম লেখালেখি করলাম চশমাটা চোখে ছিল, মনে আছে টাটকা। খুকু বলে, বুড়ো ছেলে চলবে কি ভুলে গেলে? চশমাতো চোখে নয়! কপালেতে আটকা! কপালেতে হাত দিয়ে চশমাটা হাতে নিয়ে বাবা ঠিক পড়ে যায় থতমত শরমে! লজ্জায় হয়ে লাল বাবা কয় আজকাল ঠিক সব ভুলে যাই বেসামাল গরমে।
×