ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান খুলবে

প্রকাশিত: ২৩:১৫, ১৮ মে ২০২১

শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান খুলবে

বিশেষ প্রতিনিধি ॥ শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেছেন, স্কুল-কলেজ খোলার বিষয়ে অনেক আলোচনা হয়েছে। সরকার নির্দেশনা দিয়ে দিয়েছে, ইউনিভার্সিটি বা কলেজগুলোর যেসব হোস্টেল আছে সেগুলোর মধ্যে ৪০টির মতো সংস্কার হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন আসছে। যদি ইউনিভার্সিটির ছেলেদের ভ্যাকসিনেটেড করে ফেলতে পারি তারপর ইনশাআল্লাহ তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দিতে পারব। বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হবার পর ১৬ মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার। ঘোষণার পরদিন ২০২০ সালের ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ হয়ে যায়। তবে এর আগেই ঢাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠান নিজ উদ্যোগে কার্যক্রম বন্ধ ঘোষণা করে। বিগত বছরের ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাও তখন স্থগিত করা হয়। করোনাভাইরাস পরিস্থিতি অবনতি হওয়ায় ওই বছর ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বৃদ্ধি করে সরকার। এই সময়ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এর পর দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।
×