ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মর্মান্তিক মৃত্যু, আহত ৩

প্রকাশিত: ১৮:০৪, ১৭ মে ২০২১

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মর্মান্তিক মৃত্যু, আহত ৩

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিঁধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী এলাকায় সোমবার সকালে পল্লীবিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের সচল লাইনের সাথে টিনের বেড়ার স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘর মালিকসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। মৃতদের স্বজনদের পরিবারে শোকের মাতম চলছে। মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক ব্যবসায়ী জাকিউল হক বুলবুল ঘটনার বর্ণনা দিয়ে জনকণ্ঠকে জানান, ঘর মালিক রাজু আহমেদ সোমবার সকাল দশটার দিকে শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারের পাশেই তার গুদামঘরের নির্মাণ কাজ করাচ্ছিলেন। এ সময় রাজু আহমেদ কয়েকজন লোক নিয়ে টিনের বেড়া সরানোর সময় বেড়াটি অসাবধানতাবশত পল্লীবিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের সচল তারে স্পর্শ হয়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘর মালিক রাজু আহামেদ (৩৫)সহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। সিঁধুলী ইউনিয়নের চর লোটাবর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে রাজু সরিষাবাড়ীতে প্রিন্টিং প্রেস ও ওষুধ ব্যবসা করতেন। মৃত অপর দুজন হলেন একই ইউনিয়নের হাটবাড়ি গ্রামের মৃত আজিম উদ্দিন বেপারীর ছেলে মাংস ব্যবসায়ী ইলিম উদ্দিন (৬৫) ও বীর লোটাবর গ্রামের বিন্দু মিয়ার ছেলে বেকারিপণ্যের ব্যবসায়ী মিন্টু মিয়া (৩৫)। এ সময় আরও তিনজন সামান্য আহত হন। তাদের পরিচয় জানা যায়নি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পল্লীবিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের সচল তার নিচে ঝুলে থাকলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেওয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হলো। পল্লীবিদ্যুতের ডিজিএম জসিম উদ্দিন জনকণ্ঠকে বলেন, আমাদের ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইন মাটি থেকে ১৫ ফুট উঁচু দিয়ে গেছে। ঘটনাস্থলে মাটি ভরাটের কারণে বর্তমানে বিদ্যুৎলাইন নিচু হয়ে গেছে। টিনের বেড়া সরানোর সময় তারা সতর্কতা অবলম্বন করলে হয়তো এ দুর্ঘটনা এড়ানো যেতো। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম জনকণ্ঠকে বলেন, শ্যামগঞ্জ কালিবাড়ীতে পল্লীবিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের সচল তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। মৃত ব্যক্তিদের স্বজনরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছে। কেউ অভিযোগ করলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
×