ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাপে কম দেয়ার অভিযোগ

অভিযোগকারী পেলেন জরিমানার এক-চতুর্থাংশ

প্রকাশিত: ২১:১২, ৫ মে ২০২১

অভিযোগকারী পেলেন জরিমানার এক-চতুর্থাংশ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মাপে কম দেয়ায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার এক চতুর্থাংশ টাকা সেবা গ্রহীতা অভিযোগকারীকে তাৎক্ষণিক প্রদান করা হয়। বাগেরহাটে এই প্রথম মাপে কম দেয়ার অভিযোগ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মাধ্যমে প্রমাণ হলো। মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাগেরহাট জেলার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, জেলার মোংলা পোর্ট এলাকায় পরিমাপে কম দেয়ার অভিযোগ প্রমাণ হওয়ায় একটি তেল সরবরাহকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা সোমবার বিকেলে জরিমানা করা হয়। আইনানুযায়ী আদায়কৃত জরিমানার একচতুর্থাংশ অর্থাৎ সাড়ে ১২ হাজার টাকা অভিযোগকারী ভোক্তাকে বুঝিয়ে দেয়া হয়েছে। গত ২৯ এপ্রিল আসিফ হক নেওয়াজ নামে সেবা গ্রহীতা এক ব্যক্তি বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী খুলনার বি. আহমেদ এ্যান্ড কোম্পানির বিরুদ্ধে পরিমাপে কম তেল সরবরাহের অভিযোগ করেন।
×