ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুন্দরগঞ্জে বিধবা নারীকে ধর্ষণ ॥ গ্রেফতার ১

প্রকাশিত: ১৮:৫১, ৪ মে ২০২১

সুন্দরগঞ্জে বিধবা নারীকে ধর্ষণ ॥ গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের কালিরখামার গ্রামে এক বিধবা নারী ৬ যুবকের গণধর্ষণের শিকার হয়েছে। এব্যাপারে সুন্দরগঞ্জ থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে সোমবার রাতে পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে। ওই নির্যাতিত বিধবা নারী এখন গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার ভোরে তিস্তা নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধের নিচে এ ধর্ষণের ঘটনা ঘটে। থানা ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, ওই গ্রামের এক বিধবা নারী- ৫৫ কে (রাহেনা বেগম) স্বামীর মৃত্যুর পর একাই বাড়িতে বসবাস করে আসছিল। দীর্ঘদিন থেকে প্রতিবেশি খোরশেদ আলম, খুশু মিয়া, আনারুল ইসলাম, লান্টু মিয়া, ইতি মিয়া ও সাহাব উদ্দিন বিধবা ওই নারীকে বসতবাড়ী থেকে উচ্ছেদ করার পাঁয়তারা করে আসছিল। এনিয়ে এলাকায় শালিস বৈঠক হয়েছিল। ঘটনার দিন ভোরে ওই ৬ জন যুবক বিধবাকে বাড়ী থেকে তুলে নিয়ে গিয়ে হাত পা বেঁধে পাশ্ববর্তী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নিচে ধর্ষণ করে। সকালে স্থানীয়রা ওই পথ দিয়ে যাওয়ার সময় ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করায়। ওই বিধবা নারী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ে আওতাধীন গাইবান্ধা জেনারেল হাসপাতালের ওয়ান ষ্টাপ ক্রাইসিস সেলের প্রোগ্রামার অফিসার মো. রুহুল আমিন সরকারের মাধ্যমে সুন্দরগঞ্জ থানায় অভিযোগ করে। এ ঘটনায় ওসি আব্দুল্লাহিল জামান ও পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ওই রাতেই মামলাটি গ্রহণ করেন। পরে পুলিশ অভিযুক্ত ধর্ষক খোরশেদ আলমকে গ্রেফতার করে। কঞ্চিবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক ও মামলা তদন্তকারী কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
×