ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নিঝুমদ্বীপে বজ্রপাতে এক জেলে নিহত, আহত ২জন

প্রকাশিত: ১৮:১৩, ৪ মে ২০২১

নিঝুমদ্বীপে বজ্রপাতে এক জেলে নিহত, আহত ২জন

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে বজ্রপাতে মোবারক হোসেন ২২ নামে এক জেলে নিহত হয়। এসময় পাশে থাকা আরো দুই জেলে আহত হয়। মঙ্গলবার দুপুরে বজ্রপাতে এই নিহতের ঘটনা ঘটে। নিহত মোবারক উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মো: ইসমাইলের ছেলে। সে পেশায় একজন জেলে। আহত দুজন হলো মো: ইরাক (১৭) ও ইলিয়াস (২৬) । এদের দুজনের বাড়ী নিঝুমদ্বীপের ৩নং ওয়ার্ডে। জানাযায়, প্রতিদিনের ন্যায় জেলেরা স্থানীয় ভাবে তৈরী ( ঠেলা জাল) দিয়ে মাছ শিকার করতে নদীতে যায়। তাঁরা নিঝুমদ্বীপের পশ্চিম পাশে মেঘনা নদীর তীরে অবস্থান করা অবস্থায় বজ্রপাতে আক্রান্ত হয়। এসময় তিনজন পাশাপাশি অবস্থান করতে ছিল। পরে স্থানীয়রা দেখতে পেয়ে মোবারক হোসেনকে ঘটনস্থল থেকে নিহত ও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়ী নিয়ে আসে। আহত দুজনকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এব্যাপারে নিঝুমদ্বীপ ১নং ওয়ার্ডের ইউপি সদস্য খবির উদ্দিন বলেন, নিহত জেলে মোবারক হোসেনের মৃতদেহ দাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা দেওয় হচ্ছে। এদিকে হাতিয়ায় মঙ্গলবার এই বছরের মধ্যে প্রথম বৃষ্টি হয়েছে । এসময় প্রচুর বজ্রপাতও হয়। বজ্রপাতে পৌরসভার ৬নং ওয়ার্ড ও বিভিন্ন জায়গায় গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।
×