ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পটিয়ায় ছিনতাইয়ের অভিযোগে আটক-৩

প্রকাশিত: ১৫:৫২, ৪ মে ২০২১

পটিয়ায় ছিনতাইয়ের অভিযোগে আটক-৩

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইয়ের অভিযোগে হাতেনাতে ৪ জনকে জনতা আটক করেছে। তারা হলেন- শফিউর রহমান খোকন (২২), আরাফাত রহমান (২১), গাড়ি মো. রাসেল (২০)। সোমবার রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া উপজেলার খরনা রাস্তার মাথা এলাকা থেকে জনতা তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ জানান, চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ এলাকার হেনা আকতার তার মেয়েকে সেভরন ডায়গষ্টিক সেন্টারে যান। ডায়গষ্টিক সেন্টার থেকে পরীক্ষা নিরীক্ষা শেষে সিএনজি নিয়ে সোমবার রাতে তারা বাড়ি ফিরছিলেন। একই গাড়িতে ছদ্মবেসে ছিল ৩ ছিনতাইকারী। এক পর্যায়ে খরনা রাস্তার মাথা এলাকায় পৌঁছলে তাদের টাকার ব্যাগ ঝাপটা দিলে মা ও মেয়ে চিৎকার করেন। এসময় স্থানীয় জনতা ৪ ছিনতাইকারীকে হাতেনাতে ধরে গণধোলায় দিয়ে পুলিশে সোর্সদ করে। এ ঘটনায় হেনা আকতার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। প্রত্যক্ষদর্শী আরিফ উদ্দিন জানিয়েছেন, সিএনজি যাত্রীদের থেকে ছিনতাইয়ের সময় চিৎকার করলে জনতা ৩ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, ছিনতাইয়ের সময় জনতা হাতেনাতে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছেন। ছিনতাই হওয়া ২ হাজার টাকাও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।
×