
নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ জেলার হরিপুর উপজেলার সদর ইউনিয়নের খোলড়া গ্রামে মাটির দেয়াল চাপা পড়ে সাহেরুদ্দীন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ওস ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে সাজেনুর নামে এক ব্যক্তির পাকা ঘর নির্মাণের জন্য তার মাটির ঘরের দেয়াল ভাংগার কাজ করছিল সাহেরুদ্দীন। এ পর্যায়ে ঘরের একটি দেয়াল তার উপরে ভেঙ্গে পড়লে সে মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। এসময় সে বাড়ির ও স্থানীয় লোকজন তাকে টেনে বের করে হরিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আরঙ্গজেব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।