ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীতে বাসের ধাক্কায় অটোচালক নিহত

প্রকাশিত: ০০:৩৯, ৮ এপ্রিল ২০২১

রাজধানীতে বাসের ধাক্কায় অটোচালক নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। এদিকে সায়েদাবাদ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের তিনতলা থেকে ইট পড়ে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। অন্যদিকে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার দক্ষিণ মুগদায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। অপরদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফের এক কয়েদির মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, করোনাভাইরাসের বিস্তার রোধের লকডাউনের মধ্যে গণপরিবহন চালুর প্রথম দিনেই রাজধানীর নিউমার্কেট এলাকায় বাসের ধাক্কায় গোলাম মোস্তফা (৬০) নামে এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। তিনি রামপুরা এলাকায় থাকেন। এ ঘটনায় পুলিশ বাসচালক মোঃ জালাল মিয়াকে (৩০) আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৬টার দিকে নিউমার্কেট পুলিশ বক্সের সামনে আজিমপুরগামী ঠিকানা পরিবহনের একটি বাস একটি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সা উল্টে গিয়ে চালক মোস্তফা গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সকাল পৌনে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আটক চালক মোঃ জালাল মিয়া জানান, তিনি ঠিকানা বাসের চালক। সাভার থেকে সাইনবোর্ড যাচ্ছিলেন। চলন্ত অবস্থায় নীলক্ষেত মোড় ক্রসিং পাড় হওয়ার সময়ে বামদিক থেকে সিএনজি অটোরিক্সাটি সজোরে বাসের সামনের চাকার সঙ্গে লাগিয়ে দেয়। লালবাগ থানার পুলিশ জানায়, ঠিকানা বাসের চালক জালালকে আটক এবং বাসটি জব্দ করা হয়েছে। দুইদিন বন্ধ থাকার পর বুধবার থেকে সিটি কর্পোরেশনগুলোতে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। এর মধ্যে এই ঘটনা ঘটল। তিনতলা থেকে ইট পড়ে এনজিও কর্মীর মৃত্যু ॥ রাজধানীর সায়েদাবাদ এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে ইট পড়া ইটের আঘাতে শিউলি আক্তার (৩৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তার স্বামীর নাম দেলোয়ার হোসেন। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ে। নিহতের বোন শাহনাজ বেগম বলেন, শিউলি ক্ষুদ্র ঋণদাতা একটি এনজিওতে কিস্তি তোলার কাজ করতেন। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কিস্তি তুলে ফেরার পথে সায়েদাবাদ এলাকার নির্মাণাধীন এক বাড়ির তিনতলা থেকে একটি আস্ত ইট তার মাথায় পড়ে। এতে শিউলি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছাত্রীর আত্মহত্যা ॥ মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার জেরে রাজধানীর দক্ষিণ মুগদায় তনিমা রহমান নিহা (২০) নামে এক শিক্ষার্থী ৭ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। সে আইডিয়াল কলেজ থেকে এবার গোল্ডেন এ প্লাসে এইচএসসি উত্তীর্ণ হয়। তার বাবার নাম মিজানুর রহমান। গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলায়। দক্ষিণ মুগদায় সাততলা বাসার তৃতীয় তলায় ভাড়া থাকত তারা। এক ভাই ও এক বোনের মধ্যে সে বড় ছিল। নিহতের বাবা মোঃ মিজানুর রহমান। কয়েদির মৃত্যু ॥ ঢাকা কেন্দ্রীয় কারাগারে রফিকুল ইসলাম (৬০) নামে আবার এক কয়েদির মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মোঃ রবিউল ইসলাম জানান, তিনি কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তার কয়েদি নম্বর ৯৯৭৩/এ। বুধবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দুপুর পৌনে ১২টার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
×