ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুস্থদের প্রধানমন্ত্রীর উপহার

প্রকাশিত: ২৩:৩০, ৮ এপ্রিল ২০২১

দুস্থদের প্রধানমন্ত্রীর উপহার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মুজিববর্ষ উপলক্ষে আসন্ন রমজান মাসে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাস্বরূপ বুধবার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে করোনাকালীন লকডাউনে ২৫০ কর্মহীন, দুস্থ, অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারকে উপহার প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার তুলে দেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন। সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে আয়োজিত শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বটিয়াঘাটার উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী এবং বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান। জাবিতে বনে অগ্নিকাণ্ড জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্যের জন্য সংরক্ষিত প্রায় ১৫ একর বনভূমিতে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র ও মীর মশাররফ হোসেন হলের মধ্যকার সংরক্ষিত বনভূমিতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। বিশ^বিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, এতে ব্যাপক পরিমাণে ছোট কীটপতঙ্গ মারা পড়ে বৃক্ষের ক্ষতি হয়ে হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। দুপুর ২টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও নিরাপত্তা কর্মকর্তারা আগুন নেভাতে সহায়তা করে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
×