ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউনাইটেড হসপিটালে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন

প্রকাশিত: ২৩:২৬, ৮ এপ্রিল ২০২১

ইউনাইটেড হসপিটালে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন

প্রতিবছর বিশ্বব্যাপী ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়, যার পরিপ্রেক্ষিতে ইউনাইটেড হসপিটালের চিকিৎসক, ডাক্তার-নার্স সম্মুখসমরের যোদ্ধাদের নিয়ে ‘সুস্থতার জন্য সুস্থ জীবন যাপন’ শিরোনামে অনুষ্ঠান আয়োজিত হয়। বিশ্ব স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্য : ‘একটি সুন্দর, স্বাস্থ্যকর বিশ্বের নির্মাণ’। এই অঙ্গীকার নিয়ে ইউনাইটেড হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ও চীফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ ফাইজুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। নিয়মিত হেলথ স্ক্রিনিং এর মাধ্যমে প্রাথমিকভাবে রোগ নির্ণয় ও প্রতিরোধের মাধ্যমে সুস্থ জীবন ধারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, কোভিড-১৯ বদলে দিয়েছে মানুষের জীবনযাপন। পরিবর্তন এসেছে খাদ্যাভ্যাসে, স্বাস্থ্যভাবনায়। মানুষ এখন উপলব্ধি করতে পেরেছে- সুস্বাস্থ্যই প্রকৃত সম্পদ। তাই সুস্থভাবে বেঁচে থাকতে চাই স্বাস্থ্যকর জীবনযাপন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনাইটেড হসপিটালের ডিরেক্টর, কমিউনিকেশন এ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডাঃ শাগুফা আনোয়ার। অনুষ্ঠানে বিভিন্ন ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসকরা -স্বাস্থ্যসম্মত জীবন যাপনের মাধ্যমে বিভিন্ন রোগ থেকে দূরে থাকা সম্ভব, নিয়মিত শরীর চর্চা, সঠিক খাদ্যাভ্যাস ও পরিপূর্ণ ঘুম এ বিষয়গুলোর ওপর আলোকপাত করেন। অনুষ্ঠানে ইউনাইটেড হসপিটালের পরিচালকগণ, ডাক্তার নার্স ও হসপিটালের বিভিন্ন ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
×