
নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৬টি মামলায় ১৬ ব্যক্তিকে ৫ হাজার ৭৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসক ইশরাত জাহানের নেতৃত্বে ৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, একই সাথে স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে জনগণকে সচেতন করা হয়েছে। জেলার সকল উপজেলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ কার্যক্রম চলমান রয়েছে।