ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতিসংঘের ৬ ভাষায় ৭ মার্চের ভাষণের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০০:০৩, ৭ মার্চ ২০২১

জাতিসংঘের ৬ ভাষায় ৭ মার্চের ভাষণের মোড়ক উন্মোচন

জনকণ্ঠ ডেস্ক ॥ প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী মিশন জাতিসংঘের ছয়টি দাফতরিক ভাষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবলিত একটি গ্রন্থ প্রকাশ করেছে। শুক্রবার ইউনেস্কো সদর দফতরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ : বিশ্ব ঐতিহ্য দলিল’ শীর্ষক গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। ইংরেজী, ফরাসী, স্প্যানিশ, আরবি, রুশ ও চীনা ভাষাভাষী ১২ জন রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধিগণ যৌথভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। খবর বাসসর। উল্লেখ্য, ২০১৭ সালে বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো-এর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ রেজিস্টারে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। এই প্রথম বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ জাতিসংঘের সকল দাফতরিক ভাষায় অনূদিত হলো। ইউনেস্কো সদর দফতরে কোভিড পরিস্থিতি বিবেচনায় শুধু আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয় এবং দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। প্রকাশিত এ গ্রন্থে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বিশেষ বাণী অন্তর্ভুক্ত রয়েছে। যৌথভাবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ: বিশ্ব ঐতিহ্যে দলিল’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন ইউনেস্কোতে নিযুক্ত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, আইভরিকোস্ট, সেনেগাল, স্পেন, কিউবা, সৌদি আরব, মৌরিতানিয়া, কুয়েত, রাশিয়া, চীন ও বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিগণ। অনুষ্ঠানে উপস্থিত সকল রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিগণ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সফল নেতৃত্ব প্রদানে এবং বাংলাদেশের প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং এ গুরুত্বপূর্ণ প্রকাশনার জন্য ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী মিশনের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। আগামী ৭ মার্চ দূতাবাসে এবং ৯ মার্চ ইউনেস্কোর সঙ্গে যৌথ উদ্যোগে দুইটি ওয়েবিনার অনুষ্ঠিত হবে।
×