ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্ষতি পুষিয়ে নিতে সব ধরনের ছুটিতে পরিবর্তন আনা হবে : জাবি উপাচার্য

প্রকাশিত: ২১:২৬, ২ মার্চ ২০২১

ক্ষতি পুষিয়ে নিতে সব ধরনের ছুটিতে পরিবর্তন আনা হবে : জাবি উপাচার্য

জাবি সংবাদদাতা ॥ বিশ্ববিদ্যালয় খোলার পর শিক্ষা ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ছুটিতে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদে তৃতীয় বছর পূর্তি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কথা জানান তিনি। তিনি আরও বলেন, বর্তমানে বৈশ্বিক মহামারি করোনা আমাদেরকে এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছে। মহামারী কালে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। চতুর্থবর্ষ এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হয়েছে। সীমিত পরিসরে অফিস কাজ-কর্ম চালু করা হয়েছে। ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিগণের করোনা ভ্যাকসিন গ্রহণের পর্ব শেষ হবে এবং বিশ্ববিদ্যালয় খোলার উপযুক্ত পরিবেশ তৈরি হবে। উল্লেখ্য, ২০১৮ সালের ২ মার্চ তিনি ৪ বছরের জন্য দ্বিতীয় মেয়াদে উপাচার্যের দায়িত্বগ্রহণ করেন। তিনি প্রথম মেয়াদে ৪ বছর এবং দ্বিতীয় মেয়াদে ৩ বছর মোট ৭ বছর পার করলেন।
×