ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আনসার আল ইসলামের উচ্চ শিক্ষিত দুই জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ২৩:১৮, ২ মার্চ ২০২১

আনসার আল ইসলামের উচ্চ শিক্ষিত দুই জঙ্গী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের খুবই উচ্চ শিক্ষিত দুই জঙ্গীকে গ্রেফতার করেছে র‌্যাব-২। তাদের কাছে অত্যাধুনিক বিদেশী অস্ত্র, গুলি, উগ্রবাদী বই ও জঙ্গীবাদের নানা আলামতসহ ল্যাপটপ পাওয়া গেছে। রবিবার গভীর রাতে জঙ্গী প্রতিরোধ সেলের একটি বিশেষ দল গাজীপুর জেলার টঙ্গী বাইপাস সড়কে অভিযান চালায়। অভিযানে গ্রেফতার হয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের সদস্য মোঃ আশিক ইকবাল জনি (৪৩)। তার পিতার নাম মৃত আবুল কাশেম। তিনি ঝিনাইদহ সদর থানাধীন আরাপপুর এলাকার ১৭ নম্বর কর্নেও রহমান সড়কের ১৫১ বাড়ির বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দেলপাড়ার চেয়াম্যানবাড়ি সড়কের কুতুব উদ্দিন ডাক্তারের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়ায় থাকতেন। তার কাছে একটি অত্যাধুনিক বিদেশী পিস্তল, ২ রাউন্ড তাজা গুলিসহ ম্যাগজিন ও ১১টি বিভিন্ন উগ্রবাদী বই ও পুস্তক পাওয়া গেছে। এর ঠিক আগের দিন গত ২৭ ফেব্রুয়ারি ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচরের খালপাড় থেকে গ্রেফতার করা হয় জঙ্গী সংগঠনটির আরেক সদস্য মোঃ রফিকুল ইসলাম রুবেল ওরফে ইমতিয়াজ ওরফে আব্বাসকে (২৭)। তার পিতার নাম আব্দুল হাই। মায়ের নাম মৃত রহিমা। বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ থানাধীন গাংগাইল গ্রামে।
×