ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনদেন সামান্য কমেছে

প্রকাশিত: ১৮:০৯, ১ মার্চ ২০২১

শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনদেন সামান্য কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচক বেড়েছে। ফলে দুই দিনের পতনের পর ফের উর্ধগতির ধারায় ফিরল শেয়ারবাজার। তবুও বেশিরভাগ কোম্পানির দর বাড়লেও বিনিয়োগকারীদের সর্তক অবস্থানের কারণে ডিএসইতে লেনদেন কিছুটা কমেছে। প্রধান বাজারে কমলেও সিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, আগের দুই দিনের পতনের ধারায় সোমবারও শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার মধ্য দিয়ে। শুরুতে বিক্রির চাপ থাকায় প্রথম ১০ মিনিটেই ডিএসইর প্রধান সূচক ৬ পয়েন্ট কমে যায়। লেনদেনের প্রথম এক ঘণ্টা দাম কমার এই প্রবণতা অব্যাহত থাকে। এভাবে দুপুর বারোটা পর্যন্ত সূচকের ওঠানামা চলতে থাকে। শেষ বিকেলে অবশ্য দর বৃদ্ধি পাওয়া কোম্পানির আধিক্য দেখা যায়। সারাদিন ওঠানামা শেষে ডিএসইতে দাম বেড়েছে ১২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। এর বিপরীতে দর কমেছে ১০৫টির। আর ১১৮টির দাম অপরিবর্তিত রয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪২৬ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। মূল্য সূচকের উত্থান হলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৬১৮ কোটি টাকা। আগের দিন লেনদেন হয় ৬৬০ কোটি ৬৪ লাখ টাকা। সেই হিসাবে লেনেদেন কমেছে ৪২ কোটি ৬৪ লাখ টাকা। ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৯৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ৬২ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রবি। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৮৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৭৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২২৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৭টির এবং ৭২টির দাম অপরিবর্তিত রয়েছে।
×