ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে অগ্নিকান্ডে দেড় বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৬:০৯, ১ মার্চ ২০২১

মাদারীপুরে অগ্নিকান্ডে দেড় বছরের শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ জেলার শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় অগ্নিকান্ডে মাহফুজা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাবিব তালুকদারের রান্না ঘর থেকে আগুন লেগে পাশের বাড়ির ভাড়াটিয়া রাসেল হাওলাদারের শিশু কন্যা মাহফুজার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় হাবিব তালুকদারের রান্না ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে পাশের ঘরের ভাড়াটিয়া রাসেল হাওলাদারের মেয়ে মাহফুজার সমবয়সী হাবিব তালুকদারের মেয়ের সাথে খেলা করতে আসে। হঠাৎ হাবিব তালুকদারের রান্না ঘরে আগুন ধরে গেলে শিশুটি ঘরের মধ্যে আটকে পড়ে। আগুনে শিশুটির সমস্ত শরীরর ঝলসে যায়। শিবচর থানা পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেন। তাৎক্ষনিক খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে রান্না ঘরের ভিতরে চুলার পাশে মাহফুজার ঝলসানো মরদেহ উদ্ধার করে। নিহত মাহফুজার বাবা রাসেল হাওলাদার বলেন, ‘আমার মেয়ে মাহফুজাকে গোসল করিয়ে ঘরের কাজ করছিলাম। কোন ফাকে ও ঘরের বাইরে গেল টের পাইনি। কিছুক্ষণ পরে দেখি বাড়ির পাশে আগুন দাউ দাউ করে জ্বলছে। তখনও জানিনা আমার মেয়েটা রান্না ঘরের ভিতরে পুড়ে ছাই হয়ে পড়ে আছে।’
×