ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভাসানচর পরিদর্শনে যাচ্ছে ওআইসি প্রতিনিধি দল

প্রকাশিত: ১২:৫৯, ২৮ ফেব্রুয়ারি ২০২১

ভাসানচর পরিদর্শনে যাচ্ছে ওআইসি প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক ॥ ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি প্রতিনিধি দল রোহিঙ্গাদের অবস্থা দেখতে ভাসানচর পরিদর্শনে যাচ্ছে। আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) হেলিকপ্টারে করে ভাসানচর যাচ্ছে প্রতিনিধি দলটি। ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আল দোবেয়ার নেতৃত্বে প্রতিনিধি দল ভাসানচর যাচ্ছে। ভাসানচর ছাড়াও প্রতিনিধি দলটি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে। ওআইসি অফিস থেকে জানানো হয়েছে, প্রতিনিধি দলটি ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশে এসেছে। ২ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন ওআইসির প্রতিনিধি দলের সদস্যরা। সফরকালে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তারা। একইসঙ্গে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তারা।
×