ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবল

একধাপ উন্নতি চট্টগ্রাম আবাহনীর

প্রকাশিত: ২৩:৪৪, ২৪ ফেব্রুয়ারি ২০২১

একধাপ উন্নতি চট্টগ্রাম আবাহনীর

স্পোর্টস রিপোর্টার ॥ এবারে ফেডারেশন কাপে দু’দল মুখোমুখি হয়েছিল গ্রুপপর্বে। যে দলটি হেরেছিল ১-০ গোলে তারা মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লীগের ম্যাচে সেই হারের প্রতিশোধ নেবার একটা সুযোগ পেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচেও তারা বদলা নিতে গিয়ে উল্টো হেরেছে ২-০ গোলে। জয়ী দলের চিনেদু ম্যাথিউ এবং মান্নাফ রাব্বি একটি করে গোল করেন। হারা দলের নাম রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোাসাইটি। আর জয়ী দলের নাম চট্টগ্রাম আবাহনী লিমিটেড। ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে বন্দরনগরীর দল। একধাপ উন্নতি করল তারা। পক্ষান্তরে ৯ ম্যাচে ৮ পয়েন্ট রহমতগঞ্জের। তারা আছে নবম স্থানে। ৭ মিনিটে রাকিবের লম্বা থ্রু পাসে বক্সে বল নিয়ে ঢুকে পড়েন চট্টগ্রাম আবাহনীর নাইজিরিয়ান ফরোয়ার্ড চিনেদু ম্যাথিউ। তাকে বাধা দিতে গিয়ে সফল হননি প্রতিপক্ষের ডিফেন্ডাররা। বিপদ বুঝে সামনে এগিয়ে আসেন রহমতগঞ্জের গোলরক্ষক। ফাঁকা পোস্টে বাঁ পায়ের শটে জালে বল পাঠান ম্যাথিউ (১-০)। প্রথমার্ধের ইনজুরি টাইমের শেষদিকে বক্সের বাইরে থেকে আবাহনীর অধিনায়ক-মিডফিল্ডার মোনায়েম খান রাজুর ফ্রি কিক চলে যায় মাঠের বাইরে। প্রথমার্ধে আর কোন গোল হয়নি। ৪৬ মিনিটে প্রায় মাঝ মাঠ থেকে নিক্সনের বাড়িয়ে দেয়া বল পেয়ে বাঁপ্রান্ত দিয়ে বক্সে ঢুকে সতীর্থকে পাস দেন সোহেল। পোস্টের কাছ থেকে রাজু বাঁপায়ে যে শটটি নেন সেটি চলে যায় বারের ওপর দিয়ে। ৭৫ মিনিটে বক্সে এনামুলের শট চট্টলার ডিফেন্ডাররা বিপদমুক্ত করেন। ৮০ মিনিটে নাসিরের পাসে বক্সে অফসাইডের ফাঁদে ধরা না দিয়ে বল নিয়ে এগিয়ে যান ম্যাথিউ। কিন্তু প্রস্তুত ছিলেন রহমতগঞ্জের গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন। এগিয়ে এসে বল গ্রিপ করেন। ৮৩ মিনিটে বল নিয়ে ডামি করেন নিক্সন। বল পাঠান চিনেদুর কাছে। নিজে বক্সে গিয়ে আবার বল রিসিভ করে দারুণ একটা পাস বাড়িয়ে দেন নিক্সন। বল পেয়ে ডান পায়ের দারুণ ভলিতে লক্ষ্যভেদ করেন বদলি ফরোয়ার্ড মান্নাফ রাব্বি (২-০)। শেষ পর্যন্ত এই গোলেই জয় নিশ্চিত হয় চট্টগ্রাম আবাহনীর। আর এই ম্যাচ দিয়েই শেষ হলো পেশাদার লীগের দশম রাউন্ড। এখন পর্যন্ত ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ২২ পয়েন্ট নিয়ে তাদের পরেই ঢাকা আবাহনী।
×