ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চসিক নির্বাচনে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ

প্রকাশিত: ১৮:৩০, ২৬ জানুয়ারি ২০২১

চসিক নির্বাচনে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের জয় নিশ্চিত করতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় আওয়ামী লীগের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা গত কয়েকদিন ধরে চট্টগ্রামে দিন-রাত কাজ করেছেন l এই নির্বাচনকে কেন্দ্র করে তাঁরা চট্টগ্রামে আওয়ামী লীগের ভেতরে পরস্পর বিরোধী দুটো গ্রুপকে একীভূত করতে সমর্থ হয়েছেন l রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চট্টগ্রাম নগরীতে বহু বছর ধরে আওয়ামী লীগের ব্যাপক জনসমর্থন রয়েছে l আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে চট্টগ্রামে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত l এ লক্ষ্যে আওয়ামী লীগের সাবেক মেয়র আজম নাসির এবং চট্টগ্রামের কিংবদন্তি নেতা মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল এর মধ্যে যে সকল বিষয়ে দীর্ঘদিন যাবৎ দূরত্ব ছিল, সেই সকল বিষয় দুই ধারার প্রত্যাশা অনুযায়ী নিষ্পত্তি করা হয় l কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুই গ্রুপের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে নির্বাচনকে কেন্দ্র করে নগরীর প্রতিটি ওয়ার্ডের মত পার্থক্য সমূহ চিহ্নিত করে সেগুলো নিস্পত্তি করেন l কেন্দ্রীয় নেতৃবৃন্দ চট্টগ্রামে আওয়ামী লীগের অভ্ভন্তরীন বিরোধ মেটানোর পাশাপাশি সার্বিক নির্বাচনী কার্যক্রম সমন্বয়ের কাজ করেন l কেবলমাত্র একটি নির্বাচন ছাড়া গত ত্রিশ বছরে চট্টগ্ৰাম সিটি কর্পোরেশন নির্বাচন গুলোতে আওয়ামী লীগই জয়লাভ করেছিল l যে নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হয়েছিল, সেই নির্বাচনে বিজয়ী প্রার্থী মঞ্জুর আলমও মূলত আওয়ামী লীগ ঘরানার লোক ছিল l ঐতিহাসিকভাবে চট্টগ্রাম নগরে আওয়ামী লীগের এক বিশাল ভোট ব্যাঙ্ক রয়েছে l এছাড়া রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের সময় গত বারো বছরে চট্টগ্রামে বিস্ময়কর উন্নয়ন হয়েছে l ব্যাপক ভৌত কাঠামো উন্নয়নসহ সকল নাগরিক সুবিধা নিশ্চিত করে চট্টগ্রাম নগরীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বমানের নগরীতে রূপান্তরিত করছেন l এ লক্ষ্যে সিংহভাগ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে l এই সকল কারণে চট্টগ্রামের মানুষ এই নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছে l আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরি চট্টগ্রাম মহানগর রাজনীতিতে একজন আদর্শবান রাজনীতিক হিসেবে পরিচিত l তিনি দলমত নির্বিশেষে সকলের কাছেই গ্রহণযোগ্য l মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজম নাসির কেন্দ্রীয় নেতাদের পরামর্শে দলীয় প্রার্থীকে জেতানোর জন্য বেশ কিছু কর্মসূচি ও উদ্যোগ গ্রহণ করেছেন যা ইতোমধ্যে প্রশংসনীয় হয়েছে l আওয়ামী লীগ সভাপতির নির্দেশে কেন্দ্র থেকে প্রেরিত নেতৃবৃন্দ হলেন প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড۔ সেলিম মাহমুদ l এসএম কামাল হোসেন ছাড়া বাকি সবাই চট্টগ্রাম বিভাগের সংগঠনিক দায়িত্বে রয়েছেন l
×