ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৩০ শতাংশ ঝুঁকি ভাতার দাবি গার্মেন্টস শ্রমিকদের

প্রকাশিত: ১৬:২৫, ২২ জানুয়ারি ২০২১

৩০ শতাংশ ঝুঁকি ভাতার দাবি গার্মেন্টস শ্রমিকদের

অনলাইন রিপোর্টার ॥ গার্মেন্টস শ্রমিকদের মজুরি কম হওয়ায় ৩০ শতাংশ ঝুঁকি ভাতার দাবি করেছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। সংগঠনটির নেতারা বলছেন, শ্রমিকেরা সবসময় ওভার টাইমের ওপরে নির্ভর করে। মূলত ওভার টাইমের ভাতার ওপরেই নির্ভর করে গার্মেন্টস শ্রমিকেরা তাদের পরিবার পরিজন নিয়ে দিন যাপন করতে পারে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত জাতীয় গার্মেন্টস শ্রমিকের পতাকা র‍্যালিতে এ দাবি করা হয়। সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, করোনাকালে ওভারটাইম না থাকা এবং অন্যান্য নানা কারণে গার্মেন্টস শ্রমিকদের মাসিক আয় কমে গেছে। অতচ দ্রব্যমূল্য, ঘর ভাড়া ইত্যাদি অনেক বেড়ে গেছে। ফলে গার্মেন্টস শ্রমিকদের বর্তমানে খরচ আগের তুলনায় অনেক বেশি অথচ আয় অনেক কম। অন্যদিকে গার্মেন্টস শ্রমিকেরা বর্তমানে কাজ করছে জীবনের ঝুঁকি নিয়ে। এক দিকে জীবনের ঝুঁকি, চাকরির ঝুঁকি। এই অসহনীয় অবস্থায় গার্মেন্টস শ্রমিকদের ৩০ শতাংশ ঝুঁকি ভাতা প্রদান করতে হবে। র‍্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, ফেডারেশনের সহ-সভাপতি ফারুক খান, সহ-সভাপতি সাফিয়া পারভিন, সহ-সভাপতি কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কোষাধ্যক্ষ নাসিমা আক্তার প্রমুখ।
×