ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পদ্মায় তলিয়ে যাওয়া সেতুর রেলওয়ে স্ট্রিনজার উত্তোলন শুরু

প্রকাশিত: ২৩:৫১, ১৫ জানুয়ারি ২০২১

পদ্মায় তলিয়ে যাওয়া সেতুর রেলওয়ে স্ট্রিনজার উত্তোলন শুরু

সংবাদদাতা, মুন্সীগঞ্জ, ১৪ জানুয়ারি ॥ মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে পদ্মার ভাঙ্গনে তলিয়ে যাওয়া পদ্মা সেতুর রেলওয়ে স্ট্রিনজার পানি কমার পর উত্তোলন শুরু হয়েছে। তবে উদ্ধারকৃত স্ট্রিনজারগুলো পদ্মা সেতুর রেললাইনে আর ব্যবহার করা হচ্ছে না বলে জানান পদ্মা সেতুর দায়িত্বশীল প্রকৌশলীরা। তলিয়ে যাওয়া ১৯২টি রেলওয়ে স্ট্রিনজার ইতোমধ্যে নতুন করে ইউরোপের লুক্সেমবার্গে বানানোর পর সেখান থেকে পদ্মা সেতুর উদ্দেশ রওনা হয়েছে। গত বছরের ৩১ জুলাই বিকেলে তীব্র স্রোতে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর কনস্ট্রাশন ইয়ার্ডে আকস্মিক ভাঙ্গনে কনস্ট্রাকশন ইয়ার্ডে সংরক্ষিত ১৯২টি রেলওয়ে স্ট্রিনজার, আরসিসি রোডওয়ে স্লাব, ইয়ার্ডের মূল্যবান যন্ত্রপাতিসহ নানান কিছু পদ্মায় তলিয়ে যায়। তলিয়ে যাওয়া রোডওয়ে স্লাবগুলো নতুন করে তৈরি সম্পন্ন হয়েছে কনস্ট্রাকশন ইয়ার্ডে বলে প্রকৌশলীরা জানান। দীর্ঘ ৫ মাস পর বুধবার সকাল থেকে প্রতিটি সাড়ে ৭ টন ওজনের স্ট্রিনজার ভাসমান ক্রেনের মাধ্যমে তুলে পদ্মাতীরের ইয়ার্ডে রাখা শুরু হয় বৃহস্পতিবার পর্যন্ত চারটি স্ট্রিনজার তোলা হয়েছে।
×