ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডা

প্রকাশিত: ১৮:০৪, ১৪ জানুয়ারি ২০২১

কুড়িগ্রামে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডা

স্টাফ রিপোর্টার,কুড়িগ্রাম ॥ ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। এ অবস্থায় গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন ছিন্নমুল ও নিম্ন আয়ের মানুষেরা। কাজে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছেন জেলার ৪ সহস্রাধিক চরাঞ্চলের হতদরিদ্র পরিবারগুলো। তীব্র শীত কষ্টে ভুগছে বৃদ্ধ ও শিশুরা। গত ২৪ ঘণ্টায় শীত জনিত রোগে কুড়িগ্রাম সদর হাসপাতালে ২শ ৫৩ জন রোগী ভর্তি হয়েছে। এদের অধিকাংশ শিশু ও বৃদ্ধ। এর মধ্যে ২৯ জন শিশু ডায়রিয়ায় আর ৮ জন নিউমোনিয়ায়। এ তথ্য দিয়েছেন কুড়িগ্রাম সদর হাসপাতালের আর এম ও ডাঃ পুলক রায়। দিনের বেশির ভাগ সময় সুর্যের দেখা না মেলায় নিম্নগামী হয়ে পড়ছে রাতের তাপমাত্রা। সন্ধা নামার সাথে সাথেই ঘন কুয়াশার চাঁদরে ঢেকে যাচ্ছে প্রকৃতি। এ অবস্থা চলছে পরের দিন ১১ টা থেকে ১২ টা পর্যন্ত। কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, শীতের শুরুতেই ৩৫ হাজার কম্বল জেলার ৭২টি ইউনিয়নসহ পৌরসভা গুলোতে বিতরণ করা হয়েছে। নতুন করে ৯ উপজেলার প্রত্যেক উপজেলার জন্য শীত বস্ত্র কেনার জন্য ৬ লাখ করে টাকা ও ১ হাজার করে শুকনো খাবারের প্যাকেট বরাদ্দ পাওয়া গেছে এই টাকায় শীত বস্ত্র কিনে বিতরণ করা হয়েছে। সর্বশেষ আমি আরও ৫লক্ষ টাকার শীত বস্ত্রেও বরাদ্দ পেয়েছি। এবং তিন পৌরসভায় আরও সাড়ে ৫লক্ষ টাকার ত্রান বরাদ্দ দেয়া হয়েছে। আমার কাছে এখনও ১ হাজার কম্বল মজুদ আছে। যা খুব তাড়াতাড়ি বিতরণ করা হবে।
×