ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফরিদপুরে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ২১:২৬, ১৪ জানুয়ারি ২০২১

ফরিদপুরে অগ্নিকাণ্ড

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৩ জানুয়ারি ॥ উপজেলার সদরপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সদরপুর বাজারের ৬টি দোকানঘর পুড়ে গেছে। এছাড়াও একই এলাকার টিপু সুলতান মার্কেটের দ্বিতীয়তলার বাঁধন ফ্যাশনের মালামাল আগুনে পুড়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। জানা গেছে, রাত ১টার দিকে বাজারের দর্জি গলির বিপরীত পাশের মার্কেটে রাজিব কসমেটিক্স দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে ওই সময় একই সারির ইত্যাদি ট্রেডার্স, বণিক কসমেটিকস, মিলন কসমেটিকস, মানিক জুয়েলার্স এবং বাঁধন ফ্যাশনে ছড়িয়ে পড়ে। মুক্তিযোদ্ধাকে লাঠিপেটা, সালথা থানার ওসি প্রত্যাহার নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৩ জানুয়ারি ॥ সালথায় পুলিশের বিরুদ্ধে এক মুক্তিযোদ্ধাকে গালিগালাজ ও লাঠিপেটার অভিযোগ উঠায় প্রত্যাহার করা হয়েছে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আলী জিন্নাহ্কে। বুধবার সকালে তাকে থানা থেকে প্রত্যাহার করে নিয়ে ফরিদপুর পুলিশ লাইনস-এ সংযুক্ত করা হয়। শনিবার দুপুরে পুলিশ কর্তৃক মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনকে গালিগালাজ ও লাঠিপেটার অভিযোগ এনে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান মুক্তিযোদ্ধারা। সালথা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানান মুক্তিযোদ্ধারা।
×