ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জামালপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় চাচা-ভাতিজা নিহত

প্রকাশিত: ১৬:৩০, ১৩ জানুয়ারি ২০২১

জামালপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় চাচা-ভাতিজা নিহত

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বুধবার সকালে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলআরোহী চাচা-ভাতিজা নিহত হয়েছেন। উপজেলার সরিষাবাড়ী-দিগপাইত সড়কের বাউশী ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সরিষাবাড়ী রাণী দিনমনি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আকাশ মিয়া (১৪) ও তার চাচা সাইদুল ইসলাম (২০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের মোজ্জামেল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (২০) ও তার ভাতিজা আকাশ মিয়া (১৪) বুধবার সকালে ৭টার দিকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে স্থানীয় বাউশী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বাউশী ব্রিজ এলাকায় ঢাকাগামী ভাই ভাই এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তাদের মধ্যে আকাশ মিয়া সরিষাবাড়ী রাণী দিনমনি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম খোকন মিয়া। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠিয়েছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো: ফজলুল করিম জনকণ্ঠকে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় পাওয়া গেছে। ঘাতক যাত্রীবাহী বাসটিকে আটক করা যায়নি। এ ব্যাপারে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
×