ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ম্যারাথন

প্রকাশিত: ২০:৩২, ১৩ জানুয়ারি ২০২১

আন্তর্জাতিক ম্যারাথন

মুজিব জন্মশতবর্ষ এখন তার প্রান্তসীমায়। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এক অবিস্মরণীয় ক্ষণ। সেই দুর্লভ মুহূর্তকে কিছু কর্মসূচীর মাধ্যমে অন্য রকম মাত্রা দেয়া বর্ষব্যাপী আয়োজনের অন্যতম কার্যক্রম। স্বদেশের মুক্ত বাতাসে প্রত্যাবর্তনের শুভ ক্ষণটিকে অম্লান করে রাখার মহাপরিকল্পনায় আয়োজন করা হয় এক আন্তর্জাতিক প্রতিযোগিতা উৎসব। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত এ্যাথলেটদের নিয়ে উৎসবে মেতে ওঠেন সংশ্লিষ্ট আয়োজকরা। ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক ম্যারাথন’ নামে এই দূরপাল্লার দৌড়ের ক্রীড়া রাজধানী শহরের প্রতিদিনের যাত্রায় নিয়ে আসে এক ভিন্ন মাত্রার আনুষ্ঠানিক পর্ব। এই ক্রীড়া মহোৎসবটির কর্মতৎপরতায় উপস্থিত এই আয়োজন। সবাইকে আনন্দে অভিভূত করে- তাও করোনাকালের এক আলাদা মাত্রার অভিযোজন। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ১৬৩ জন এ্যাথলেট অংশ নেয়। বিশ্বের বিভিন্ন দেশ-মরক্কো, কেনিয়া, ইউক্রেন, বেলারুশ, ফ্রান্স এবং দক্ষিণ এশিয়ার ৩৭ জন এ্যাথলেট অংশগ্রহণ করে। হাতিরঝিলের এম্ফিথিয়েটারের পাশের সড়কে ফিনিশিং লাইন স্পর্শ করে কেনিয়ার দৌড়বিদ মেয়েদের দলের এ্যাঞ্জেলা জেমসানডে তানুই শ্রেষ্ঠ বিবেচনায় স্বর্ণপদক অর্জন করে নিজেকে সেরা প্রমাণ করেন। তবে তিনি সময়ের আলোকে নিজের করা আগের রেকর্ড ভাঙতে পারেননি। তাই শ্রেষ্ঠত্বের মর্যাদা পেলেও নিজেকে অতিক্রম করতে না পারার কষ্ট হৃদয়ে থেকেই গেছে। অসামান্য দৌড়বিদ এ্যাঞ্জেলা মনেপ্রাণে চেয়েছিলেন নিজের রেকর্ড টপকে নতুন কিছু উপহার দিতে। তাই শ্রেষ্ঠত্বের পরিমাপেও তার নিজের আনন্দ ততটা ঘনীভূত হয়নি। তবে কেনিয়ানরা দূরপাল্লার দৌড়বিদ হিসেবে সারা বিশ্বে প্রথম সারিতে নিজেদের অবস্থান বরাবরই সুদৃঢ় করেছে। তেমন ধারাবাহিকতায় এমন অর্জনে তেমন কোন চমক ছিল না। এর আগে ২০১৭ সালে ভিয়েনায় তার এই রেকর্ড ছিল ২ ঘণ্টা ২৬ মিনিট ৩১ সেকেন্ড, যা এখন অবধি কম সময়সীমা শ্রেষ্ঠত্বের বিচারে। আর বাংলাদেশে তার সময় লাগে ২ ঘণ্টা ২৯ মিনিট ৪ সেকেন্ড। অনেক ভাল প্রস্তুতি নিয়েও সেরা সময়কে ধরতে না পারার দুঃখ তাকে কিছুটা বিচলিত করেছে। এলিট শ্রেণীতে ছেলেদের বিভাগে স্বর্ণ জিতেছেন মরক্কোর হিশাম লাকুয়াহি। ২ ঘণ্টা ১০ মিনিট ৪১ সেকেন্ডে তিনি সীমানাকে স্পর্শ করতে সমর্থ হন। এই ম্যারাথানে দক্ষিণ এশিয়ার মধ্যে নজরকাড়া পারদর্শিতা ভারতীয় এ্যাথলেটদের। বাংলাদেশে ছেলেদের হাফ ম্যারাথনে স্বর্ণ পান সোহেল রানা। এই ইভেন্টে মেয়েদের হয়ে স্বর্ণ জিতে নেন পাপিয়া খাতুন। মুজিব জন্মশতবর্ষে ব্যতিক্রমী এই আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন সবাইকে ভিন্ন মাত্রার উৎসবের আমেজ উপহার দিয়েছে।
×