ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ে দুই কাউন্সিলর সমর্থকদের মাঝে সংঘর্ষ ॥ আহত দশ

প্রকাশিত: ২১:৩০, ৩১ ডিসেম্বর ২০২০

ধামরাইয়ে দুই কাউন্সিলর সমর্থকদের মাঝে সংঘর্ষ ॥ আহত দশ

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩০ ডিসেম্বর ॥ ধামরাইয়ে অনুষ্ঠিত পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী ও পরাজিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের দশজন। মঙ্গলবার রাতে ধামরাই থানাধীন ৯নং ওয়ার্ডের বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন রেজাউল করীম, হাফিজুর রহমাম, মনির হোসেনসহ অজ্ঞাত আরও কয়েকজন। জানা গেছে, পৌর নির্বাচনে পাঞ্জাবি প্রতীকে ৯নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হয় আরফান আলী। এদিন রাত এগারোটার দিকে বিজয়ী প্রার্থী আবু সাইদের সমর্থকরা ওই এলাকায় এসে পরাজিত প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় প্রায় ২ শতাধিক সমর্থক হামলা করে বাড়িঘর ভাংচুর করে। এতে উভয় পক্ষের দশ জন আহত হন। এ বিষয়ে পরাজিত কাউন্সিলর প্রার্থী আরফান আলী বলেন, বিজয়ী প্রার্থীর সর্মথকরা আমার সর্মথক ও ভোটারদের ওপর হামলা চালিয়ে মারধর ও ভাংচুর করেছে। অভিযোগ অস্বীকার করে নয় নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আবু সাইদ জানান, আমার কর্মীরা বউবাজার এলাকার কর্মীদের সঙ্গে বিজয়ী সাক্ষাতের জন্য গেলে আরফানের লোকজন সোবহান মেম্বারের বাসায় নিয়ে তাদের মারধর করে। পরে তাদের মধ্যে তিনজনকে আটকে রাখে। খবর পেয়ে ধামরাই থানা পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।
×