স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা কামরুন নাহারকে এই নতুন দায়িত্ব দেয়া হয়েছে।
মঙ্গলবার তাকে ভিকারুননিসার অধ্যক্ষ করে আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে তিনি ঢাকার রূপনগরের দুয়ারীপাড়া সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষের দায়িত্বে ছিলেন।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ ফওজিয়াকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে প্রেষণে প্রত্যাহার করে একইদিনে আরেকটি আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।