ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১১ পুলিশ কর্মকর্তাকে ডিআইজি হিসেবে পদোন্নতির সুপারিশ

প্রকাশিত: ২১:২৯, ২৮ ডিসেম্বর ২০২০

১১ পুলিশ কর্মকর্তাকে ডিআইজি হিসেবে পদোন্নতির সুপারিশ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এ্যাডিশনাল ডিআইজি) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। রবিবার উপসচিব আলতাফ হোসেন স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সুপারিশপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। পদোন্নতির সুপারিশপ্রাপ্তরা হচ্ছেন : খুলনা রেঞ্জের হাবিবুর রহমান, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার আশরাফুজ্জামান, বাসুদেব বণিক, পুলিশ সদর দফতরের এসএম আক্তারুজ্জামান, মনিরুল ইসলাম, হায়দার আলী খান, মাহবুবুর রহমান ভুইয়া, রুহুল আমিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আমেনা বেগম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আজাদ মিয়া, র‌্যাবের বেগম আতিকা ইসলাম। সুপারিশপত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পদোন্নতির বিষয়ে প্রজ্ঞাপন জারির নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এডিসি বদলি ॥ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আরএম ফয়জুর রহমানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ধানমণ্ডি জোন, রমনা বিভাগে পদায়ন করা হয়েছে। রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
×